ক্ষমা করিও
ভালোবেসে যদি কভু নাহি দিতে পারি সম্মান।
ক্ষমা করিও
যদি কভু করি তিরস্কার; মানিয়াও তোমারে ভগবান।
ক্ষমা করিও
যদি কভু তোমার বেদনা নাহি পারি বুঝিতে
ক্ষমা করিও
যদি কভু দূরে সরে যাই; তোমাকে হয় খুঁজিতে।
ক্ষমা করিও
যদি কভু দিয়ে থাকি চোখে জল, কাড়িয়া লয়ে হাসি ।
ক্ষমা করিও
যদি রাগে-অভিমানে তব ডাকেও কাছে না আসি।
ক্ষমা করিও
প্রতি ক্ষণে, প্রতি পদে পদে যখনি করিব ভুল
ক্ষমা করিও
না হলে জীবন দেব, মিটাইব ভুলের মাশুল।