হিডেন ক্যামে কিম্বা ওয়েব ক্যামে যদি ধরা পড়তো
মনের লুকনো যন্ত্রণা গুলো;
তবে কি! ভালোবাসার ডেস্কটপের স্ক্রিনটা
আমার যন্ত্রণার ওয়াল পেপারে সাজাতে?
গুগল সার্চ ইঞ্জিনে যদি খোঁজা যেত
হারানো স্বপ্নদের ঠিকানা!
তবে কি তুমি সার্চ করতে হারানো ঠিকানা'টা?
না কি! খুঁজে নিতে স্বপ্নের নতুন অ্যাড্রেস!
যদি আপডেট করা যেত মনটাকে
তবে কি! আপডেট করে নিতে?
পুরনো সফটওয়্যারটা; কিম্বা ভাইরাস আক্রান্ত মন'টাকে
আপডেট করে নিতে অ্যান্টি ভাইরাস দিয়ে?
স্মৃতি গুলো যদি এক্সটেন্ডেবল হত
তবে কি তোমার মেমোরিতে আমি আজও থাকতাম?
হায়! আজ বুঝতে পারি এক্সটারনাল হার্ডডিস্ক এর মতই
ব্যাকআপ হয়েই তোমার জীবনে আমি ছিলাম।
আমি ছিলাম হয়তো ওল্ড ভার্সন এর উইন্ডোজ এক্সপি
নয়তো ইন্টেল আই কোর এর ওল্ড জেনারেশন,
আমার ভালোবাসার মাদারবোর্ড হয়তো ছিল কমদামী
নয়তো আন্তরিকতার প্রসেসর ছিল বেনামী।