কখনও যদি মনে পড়ে; ইচ্ছে করে ফিরতে
তবে ফিরে এসো, পুরনো স্মৃতির লেন ধরে।
খোলা দরজায়, তোমার অপেক্ষায় আজও পাবে
সারাজীবন পাশে থাকবে বলে; ভালবেসেছিলে যারে।
কখনও যদি মনে পড়ে জেগে থাকা রাত গুলো
বদ্ধ মনের জানালা খুলে রাতের আঁধারে দাড়িও,
নিস্তব্ধতা যদি ভাঙে তোমার গড়িয়ে পরা চোখের জল
সব পাওয়ার মিথ্যে আবেগ ছেড়ে দু'হাত বাড়িও।
কখনও যদি মনে পরে ফাঁকা রাস্তার একা দোকান;
সিক্ত শরীর আর বৃষ্টি ভেজা দু'কাপ চা
তবে কফি শপের বৃষ্টি স্নাত কাঁচের দরজা ঠেলে বাইরে এসো
তোমার পাশেই পাবে, যার সাথে সারাজীবন চলতে চেয়েছিলে পা এ রেখে পা।
কখনও যদি মনে পড়ে খেয়া ঘাটের ডিঙ্গি নৌকায় এক বসে থাকা
হাতে হাত, চোখের জলে ভেসে যাওয়া
তবে ফিরে এসো, খেয়া ঘাটে আজও পাবে তার দেখা
তোমার ভালোবাসার স্বপ্ন নিয়ে যে আজও একা।
যদি মনে পড়ে জীবনের অন্তিম লগ্নে
যদি ইচ্ছে করে, সব সুখ ছেড়ে মিশবে আমার দুখে
নদীর ধারের শ্মশান ঘাটে আসতে পারো তুমি
দেখবে আমি হাসি মুখে শুয়েই আছি; ভালোবাসার স্বপ্ন নিয়ে বুকে।
- রাত জাগা পাখি [১৫ই অক্টোবর, ২০১৯]