রাতের নিস্তব্ধতা
বুকফাটা চিৎকার করে
একা জ্যান্ত লাশ
মৃত্যুর জন্য হাহাকার করে।
বিশ্বাসঘাতক প্রেম
ছুরিকাঘাত করে বারবার হৃদয় মাঝে
মিথ্যে প্রতিশ্রুতি
আগুন যেন; জ্বলছে প্রতিটি লোমকূপে।
অতীতের স্পর্শ গুলো
কাঁটার মতন বিঁধছে শরীর-মনে
ভালোবাসার শব্দ গুলো
যেন মরণ ফাঁস; কষছে ফাঁদ স্বপনে-জাগরণে।
জীবিত শুধু লুণ্ঠিত শরীর
আমি তো জ্যান্ত লাশ,
হৃদয় ভাঙা কষ্ট গুলো হাসছে শুধু
করছে উপহাস।