মন টা বলে উঠল; বড্ড অভিমান তোর
লিখবি না কেন?
আমি নিশ্চুপ।
আবার বলে উঠল, কি রে! কি ভাবছিস?
লিখবি বুঝি!
নীরব উত্তর; খুঁজছি স্বরূপ।
অনেকটা সময় নীরবতা ছিন্ন করে মনটা বলে
এত শান্ত কেন আজ?
আমি অস্থির।
কি রে! উত্তর নেই কেন? কি হয়েছে তোর?
চোখে জল কেন?
নীরব উত্তর; মুক্তি চায় শরীর।
হতাশ মনটা হাহাকার করে একগুচ্ছ প্রশ্ন নিয়ে,
একা অপেক্ষা করে।
আমিও অপেক্ষারত।।
মনটা কষ্ট পায়, ব্যর্থ প্রচেষ্টার যন্ত্রণায়
ছটফট করে।
আমার নীরবতাও কষ্ট পায় অজানা যন্ত্রণায় অনবরত।