আমার কবিতাগুলো নাই বা ছাপা হল
নাই বা প্রকাশ পেল বইয়ের পাতায়!
থেকে যাক না একা শুধু আমার হয়ে
থেকে যাক ধুলোয় মলিন বদ্ধ খাতায়।
আমার কবিতাগুলো ভাঙা কড়ি; মূল্যহীন
অর্থহীন, বেমানান, সাদামাটা... বর্ণহীন।
তাই থেকে যাক সবার চোখের আড়ালে
থেকে যাক না আমার মনের অন্তরালে।
আমার কবিতাগুলো বিরহের পক্ষপাতদুষ্ট
লেখাগুলো ভালোবাসা নিয়ে অসন্তুষ্ট।
তাই থাক না আমার মনের অন্ধকারে
থাক না অপ্রকাশিত; অবহেলা-অনাদরে।