নিষ্ঠুর এ শহর
নিষ্ঠুর আমার চারপাশ
রাস্তা,উদ্যান,চায়ের দোকান সব
আমাকে কাঁদাতেই এরা ব্যাস্ত,
প্রকৃতি যেন শূলধারী শত্রু
আমাকে ঘিরে আঘাত করছে অনবরত।
এরা কেউ তোমায় দেখেনি
কেউ চেনেওনা আজ অবধি,
আমার নিঃশ্বাস মিশেছে এ শহরে
সে নিঃশ্বাসেই তোমার নাম ভাসতে দেখেছে,
সে নিঃশ্বাসে পরিমাপের চেষ্টা করেছে আমার ভালোবাসা
তাই আজ শহর,প্রকৃতি আমাকে তুমি নামক স্মৃতির আগুনে পুড়ছে।