উষ্ণ থেকে আরও উষ্ণ হতে হতে এক সময় মোমের মত গলে পড়ে
ফুটন্ত লাভার মতো ছড়িয়ে পড়ে চারদিকে,
তৈরী হতে থাকে একটা উঁচুনিচু পাথুরে বুক।
তুমি তখন সাইকোলজি খুলে বসো সে মোমের আলোয়, মৌনতা পাহারা দেয় এক পৃথিবী মনোযোগ!
মায়াবী চোখে ব্রহ্মাস্ত্রের মতো জ্বলে ওঠে নতুন সুখ।

শ'খানেক টীকা মিলিয়ে সাইকোলজির মৌখিক শান্তবার্তার নৌকো ভেসে চলে কৃত্রিম জলে,
সত্যি বলছি পুরনো সেসব বড়ই ভূতুড়ে হয়ে ধরে
শেষ রাতে রোজ এখনও বুকটা ভিষণ জ্বলে।