বিলাসী নেশার টানে যখন বহুরাতে টার্মিনালে ছুটি,
মনির তখন দাড়িয়ে ছিলো ,উদ্দেশ্য একটা মাত্র বনরুটি ।
আমায় দেখে সালাম ঠুকে ঠায় দাড়িয়ে চাহে,
করুণ চোখে তার এক টুকরো রুটির স্বপ্ন ভাসে !
আমি তখন নেশা মশগুল,কারো ক্ষুধা চাহনীতে আমার কি যায় আসে?
নিজে বাঁচলে বাপের নাম , এ ভাবনায় থাকি চুপ
মনির কাঁদে ক্ষুধার মনিকে, দাড়িয়ে নিশ্চুপ ।
অতঃপর সে চেয়েই বসে , ভাইয়া একটা রুটি চাই
আমি সারাদিন কিছু খাইনি,বাঁচি যদি একটা রুটি পাই।
নিরুত্তর হয়ে আমি কেবল স্থান ত্যাগী চলে যাই ।
মনিরদের ক্ষুধা অপেক্ষা মোদের নেশাই বেশী দামী,
হে সমাজ বিবেকের ঠুলি খোল , প্রার্থনা করি আমি ।