এই বৃন্দা,
আমাদের গাঁয়ে যাবি?
তোকে ভাঁটফুলের মালা গেঁথে দেব, সজনে ফুলের দুল
বেড়াতে নিয়ে যাবো আমাদের দক্ষিনের ক্ষেতটায়
প্রাণ মেলে ফুটে আছে লক্ষ পেঁয়াজ ফুল।
ফাগুন বিলাসি গাঁদা নাইবা দিলি মাথায়
বানিয়ে দেব নতুন পাতার বিছা,
আর হলদে শাড়ির বদলে দেব হলুদ সরষে ফুল!
ভাঁটফুলের মালা গেঁথে দেব, সজনে ফুলের দুল।