সভ্যতার মাস্তুলে চেপে বসেছে দুর্নীতি,
মানুষের সুবিবেক বন্দি,
প্রহসনের কাঁটাবনে,
স্বার্থের নেশায় মাতাল সবে,
হে যুবক,
চেয়ে দেখো তোমার প্রাতের রবি,
মধ্যাহ্নেরর কিরন ছড়ায়,
তবুও জাগলে না !
তমস্যাচ্ছন্নতা কাঁটবে কবে ?
মানবতার গগনে দুর্যোগের ঘনঘটা,
নেশার পাত্র অবলার,
সম্ভ্রম !
নিরন্ন বস্ত্রহীন ধূলির সাগরে খাবি খায়,
চরম সংকটের শিকলে বাঁধা,
সততা।
তৃষ্ণায় রক্তচোষে, যুদ্ধ নামের হায়েনা,
ক্ষমতার নেশায় উম্মাদ সভ্যতা,
প্রকম্পিত ধরিত্রী
শিশুর আর্তনাদে,
তবুও তুমি জাগলে না ?
ডুবে রইলে তন্দ্রা নদে ?
জাগো জাগো জাগো হে তরুণ,
অপরাহ্নের পূর্বে ।
লাথি মেরে ভেঙে দাও দুর্নীতির বিষদঁন্ত্য।
মাস্তুল হতে ছুঁড়ে ফেল তারে,
অনল সমুদ্রে,
পুঁড়ে পুঁড়ে ভষ্ম হোক সকল
অন্যায়।
সভ্যতার মাস্তুলে কান্ডারী হতে,
জাগো জাগো জাগো।
----------০----------