শুরু করিলাম,
পরম করুনাময় নামে আল্লার,
অসীম অদ্বিতীয় মহিমা যাঁহার।
বল, আল্লাহ এক, অমুখাপেক্ষী,
কাহাকেও কভু তিনি দেন নি জনন,
কাহারো হতে কভু নেন নি জনন।
নাহি কেহ তাঁহার সমকক্ষী।
-------০------