মোঃ রুহুল আমীন রৌদ্র
আমি,১৯৯০সালের ১৮ ই নভেম্বর, টাংগাইল জেলার
মধুপুর থানার আউশনারা ইউনিয়নের ঐতিহ্যবাহী হলুদিয়া
গ্রামে জন্ম গ্রহণ করি।
বাল্যকালেই পিতৃহারা। পিতা মৃত ফকির আব্দুস সালাম
শেখ,মাতা নূরজাহান বেগম। এক সম্ভ্রান্ত দরিদ্র
পরিবারে আমার জন্ম। দুখের সাগরে সাতাঁরিয়ে
কিঞ্চিত জ্ঞানারোহন করেছি। কোনমতে স্নাতক
শেষ করেছি।
এ যাবৎ দৈন্যতার দরুণ কোন কাব্য গ্রন্হ প্রকাশ হয়নি।
আপনাদের উৎসাহ ও দোয়া প্রার্থী। আমার জন্যে
একটু দোয়া করবেন।
--------আমীন-------