আমার একটি নদী
দু'টি ধারা,
পদ্মা-গঙ্গা
পাগলপারা।

গঙ্গাধারে
অতীত আপন,
পদ্মাপারে
পতিতপাবন;

নদী আমার
বয়ে চলে
যুগ সাগরের
জলে।