আবার আসব
হয়ে ধূমকেতু
শীত রাত শেষে ছোপ ধরা মেঘে বেঁচে থাকা তারাদের পথ চিনে নিয়ে।

থাকবে না
অন্তমিল সকাল জুড়ে পরিচয়ের হাস্যকর দায়
যাতে
চেনা প্রতিবিম্ব আৎকে বলবে না কখনও - যাকে খুঁজি সে পৃথিবী আসলে সত্য নয়।

তবু
ডারউইন না কি মাধ্যাকর্ষণ?

আমি যোগ্য
না কি
পৃথিবীর মনে থেকে যাই আলোকবর্ষের প্রতীক্ষায়?

তবু আসি,
ভালোবাসি।

হাতে হাত না ছুঁইয়ে কালো আকাশকে জাগিয়ে বলি - এভাবেও ভালো থাকা যায়॥