পর্ব ১

সেদিন হাঁটতে গিয়ে জোর হোঁচট খেলাম।

গুঁড়োগঁড়ো ইঁটের কণায়
দেখতে পেলাম ভগবানকে।

কুঁকড়ে যাওয়া কড়ে আঙুল কচলে ধন্য ভাবলাম নিজেকে।
মানুষ যাকে প্রার্থনা করে, তিনি কিছু মুহূর্তের জন্য কেবলই আমার!

বর চাইতে হবে তো!
এই সুযোগ নিশ্চিত
যা
মেলে হাজার পূণ্যে।

আঙুল তুলে বললুম-
" আমি হবো ভগবান। তুমি নও। সব ক্ষমতা দাও আমায়। ধন্য হোক সে যদি সামনে আসি কারো প্রার্থনাতে। "

পর্ব ২

আজ
আমি অনেক কিছুই পারি।
চেরাপুঞ্জীর মেঘকে এনে দিতে পারি রাজস্থানের মরীচিকা-জলে
অথবা
প্রেম দিয়ে গড়তেও পারি ভ্রূণ যা নারীর অশ্রু ছিনিয়ে নিতে পারে কঠিন পুরুষের ধৈর্য্য।

তবু
আজ মানুষ হবার বড়ো সাধ হয়!

সহ্য করতে করতে
আমিও
শেষ খুঁজি
যখন দেখি-
নিহতের শবের উৎকট কটূ গন্ধে আজ পারিজাতও কবর খোঁজে।
আর
যখনই সামনে আসি প্রার্থনাতে
সবাই
অর্থ চায়, কাম চায়, যশ চায়, ক্ষমতা চায় অথবা আরো অনেক কিছুই -
শুধু
ভগবান হতে কেউ চায়না।।