ভালোবাসা কি দেখা যাই
ভালোবাসার রং কেমন হয় দেখতে?
সবাই ভালোবাসা,না দেখেই ভালোবাসে
আবেগ দিয়েই নাকি,ভালোবাসতে হয়!
যে একবার ভালোবেসেছে
সেই বুঝেছে,ভালোবাসার কি রূপ।
ভালোবাসা নিয়ে কম চর্চা হয়না
গুনিজনেরা,আগেও লিখে গেছে উপন্যাস
নতুনরা,এখনও লিখে যাচ্ছে প্রেমো কাব্য
তবুও ভালোবাসার কোনো কমতি নেই।
সবার জীবনেই ভালোবাসা আসে
কাহারো জীবনে আসে,সুখ নিয়ে
কাহারো জীবনে আসে,দুঃখ নিয়ে
এটাই ভালোবাসার প্রধান বৈশিষ্ট্য।
তবুও মানুষ হাসিমুখে ভালোবাসে
মন প্রাণ উজার করে ভালোবাসে
হাজারো বাঁধা বিপত্তি উপেক্ষা করে
তবুও,মানুষ ভালোবাসে
যুগের পর যুগ,ও বছরের পর বছর
আর,এটাই হলো ভালোবাসার বৈশিষ্ট্য।