আমার যত্ন করে রাখা ভালোবাসাটাকে
তুমি,একটু একটু করে রক্তাক্ত করলে
কেনো?
তুমি তো জানতে,আমি তোমাকে ভালোবাসি
তুমি তো জানতে,তোমার জন্য আমি
পথচেয়ে বসে থাকি প্রতিদিন।
তবে কেনো?
আমার ভালোবাসাটাকে তুমি
একটু,একটু,করে হত্যা করলে এক নিমিষেই
তুমি তো জানতে,তবে কেনো তুমি মানতে না
আমি তোমাকে ভালোবাসি।
তুমি মানো বা না মানো তবে এটা সত্যি যে
আমার ভালোবাসা একতরফা ছিলো না
আমার ভালোবাসা আকাশের মতো বিশাল ছিলো।
হয়তো,সেটা তুমি মানতে না!
আমার এই হৃদয়,কতোটা উদার
সেটা তুমি জানতে না।
এখন আমি আর তোমাকে ভালোবাসি না
কেনো জানতে চাও?
তাহলে জেনে রাখো,তোমার অবহেলা
আমাকে একটু একটু করে বানিয়েছে পাথর
তোমার দেওয়া কষ্টে,আমি হয়েছি নিথর।
তোমার হতে পাওয়া কষ্ট আমাকে শিখিয়েছে
কিভাবে পথ চলতে হয় একেলা,
কিভাবে,শতকষ্ট বুকে চেপে রেখেও
হাসতে হয় প্রাণ খুলে।
এখন তোমার আর আমার মাঝে
আকাশ পাতাল ব্যবধান,চিরধার্য।
একটা সময় তুমি ছিলে আমার ভালোবাসার বাদী
এখন আমি পেয়েছি, ভালোবাসার সমাধী।