আমি তাই করি,যা হুকুম করে,রব
উনার হুকুমে,আমি সম্পাদনা করি
অনায়সে,পাপ,পূর্ণ, মহৎ,কর্ম সব,
আমি তাই করি,যা হুকুম করে,রব!
পবিত্র ধর্ম,মহৎ কর্ম,স্রষ্টা হতে সৃষ্টি
জগতে,পাপ,দুরাচার,ইবলিশের দৃষ্টি।
আমি বিশ্বাস করি,সুন্দর সমাজ গড়ি
ভালো আর মহৎ কর্মের,গুণাবলি দ্বারা
জগত,সম্রাজ্ঞে,মোর কে আছে বলো
উদার,ক্ষমাশীল,এক,মহান রব ছাড়া ?
রব চাইলে,খুশিতে আমি,হাসতে পারি
দুঃখ,কষ্টে,সহজে,কাঁদতে পারি,আবার,
ক্ষুদার্ত হয়ে,প্রয়োজনে মরতে পারি
কভু,তুলবো না মুখে,হারাম সব খাবার!
রব চাইলে,খুশিতে আমি,হাসতে পারি
দুঃখ,কষ্টে,সহজে,কাঁদতে পারি,আবার।
আমি তাই করি,সত্যকে আগলে ধরি
যুগে,যুগেএকমাত্র,কোরআন স্রষ্টার বাণী
স্রষ্টার পরিক্ষা,দিতে গিয়ে,খুব চেষ্টা করি
হাসি মুখে,চোখের কোণে,ত্যাগের,সেই পানি।