চোখের জলে নদী বহমান
দুখের নৌকা চলে,
বলো,স্রষ্টা ছাড়া কে রহমান?
বান্দা,বান্দা বলে।
আমার মালিক,তোমার মালিক
করেছে সর্ব সৃষ্টি,
নয়ন ভরিয়া,দেখেও দেখিনা
রহমতের সেই বৃষ্টি।
স্রষ্টা যখন খুশি হয়ে যাই
বৃষ্টি বাদল নামে,
অন্তরের অন্তর বুঝতে পারে
স্রষ্টার দেয়া খামে।
স্রষ্টা যখন খুশি হয়ে যাই
বৃষ্টি বাদল নামে!