নয়া দিগন্তের রবি,আসিবে আবার কবি
তুমি ধৈর্য ধরু আরও,
ভাগ্যের স্বরলিপিতে,গভীর বিশ্বাস রেখে
সামনে,এগিয়ে যেতে পারো!
অপেক্ষমান,সৃষ্টির শ্রেষ্ঠ তুমি,স্রষ্টার সৃজন
শেষ দিবসে,এসেছো ভবে,
দুঃখ,কষ্টের পরেই,সুখের সেই সম্রাজ্ঞ
সেদিন,স্রষ্টাই পাশে রবে।
দীন ভিখারী,হয়ে আছি,প্রভুর কাঙ্গাল আমি
প্রভু,করবে,চির মাফি,
ভিক্ষা যখন চাইবো,প্রভুর কাছে চাইবো
নত শিরে,হয়ে অনু তাপী।
আমি অক্ষম,প্রভু,তুমি সক্ষম,চিরধার্য
তোমার করুণায় লালন,
পাপ যতই করি,ক্ষমা পাবো,বিশ্বাস করি
তোমার হুকুম করি পালন।