আমাকে অনেক বড় হতে হবে
      শুধু আমার জন্য,
বাস্তব জগতে,কেউ কারো নহে
     স্রষ্টা,আমার জন্য।
ঝড়,বাদলে,কঠিন,মসিবতে
    নিজেকে তৈরি রাখো,
খারাপ সময়,সদা স্থির হতে
     স্রষ্টাকে শুধু ডাকো।
আমাকে অনেক,ভাঙ্গতেই হবে
     গড়তে হবে আবার,
নিজের যা আছে,নিজেরই কাছে
     সেটুকু রবে খাবার!
হালাল,হারাম,চিনতেই  হবে
       যতই হউক কষ্ট,
সহজ,সরল,পথে চলতেই হবে
       নহেৎ,জীবন নষ্ট!

আমাকে অনেক,জাগতেই হবে
    আবেগী ঘুমের ঘরে,
কষ্ট যতই,হউক না আমার
     স্রষ্টাই দিবেন,ভরে।