হালাল রুজিতে,হালাল পুঁজিতে
প্রভু,চাই,তোমার শক্তি
সতত আরাধনায়,মগ্ন সাধনায়
প্রভু,করি তোমার ভক্তি।
প্রভু,তুমি মালিক,আমি গোলাম
খুঁলে দাও,ভাগ্যের রাস্তা,
যেনো,ধৈর্যের পাহাড়ে
বিচরণ করিতে পারি
মাথায় নিয়ে,কষ্টের সেই বস্তা!
প্রভু,তুমি মালিক,আমি গোলাম
খুঁলে দাও,ভাগ্যের রাস্তা।
হালাল পণ্য,যেনো,পেয়ে হই ধন্য
উৎফুল্ল থাকুক মন,
হারাম টাকায়,ভাগ্যের চাকায়,চাই না
অর্জিত করিতে ধন।
নীতি ও নিষ্ঠায়,জীবনের পৃষ্ঠায়
হতে চাই আমি,ভালো
হে মোর মাওলা,তুমি দেখাও মোরে
রহমতের আদলে,নয়া দীগন্তের
সততার,সেই আলো।
নীতি ও নিষ্ঠায়,জীবনের পৃষ্ঠায়
হতে চাই আমি,ভালো!