বিদুৎ অফিসের লোক,বিদ্যুৎ দেয় না
আল্লায় দিছে গরম,
আসলে এগুলো,আমাদের পাপের কর্ম
বলতে লাগে,সরম।
তীব্র গরমে,শরীর,মাথাচাড়া দিয়ে ওঠে
ভালো লাগে না কিছু,
জলবায়ু পরিবর্তনে,আমরা,মানুষ দায়ী
বলছি না কথা,মিছু !
এই তীব্র গরমে,নানাবিধ,অসুখে,মানুষ
কেউ বা যাচ্ছে,মারা,
বিদ্যুৎ,অতিষ্টে,ভুগছে,গ্রাম গঞ্জের মানুষ
হচ্ছে দিশেহারা।
বলছি,শোনেন,দেশের মানুষ,সবাই মিলে
বৃক্ষ রোপণ করি,
মোরা,পরিবেশের ভারসাম্য,বজায় রেখে
সুন্দর সমাজ গড়ি।