হঠাৎ করে,কোনো সিদ্ধান্ত নেওয়াটা
               বোকামি,
মাথা গরম করা,উশৃংখল,শয়তানের
               ধোঁকামি।
মহৎ কর্ম,সততার ধর্ম,বহু তিতিক্ষায়
               অপেক্ষায়,
স্রষ্টার হুকুমে আসা,কঠিন,কঠোর,বহুবিধ
               পরিক্ষায়।
ধৈর্যের উপর সৃজন,কাঁটাযুক্ত,মিষ্টি
              একটা ফল,
এর পিঁছনে লুকিয়ে থাকে,হাজারো
              চোখের জল!

হঠাৎ করে,রাগে,আর ক্ষোভে,নিজেকে
             পাল্টানো,ঠিক,
নিজের মত করে,নিজেকে বুঝা,একটা
               ভালো দিক।
সত্য,সচ্ছ,কাচের মতন,নিখুঁত,সমৃদ্ধ
                 পরিষ্কার,
মিথ্যা,তীব্র ঢেউয়ের মতন,ভুলকে করে
                আবিষ্কার।
মিথ্যা থেকে ফিরে এসে,সত্যকে,অন্তরে
             করিলে লালন,
  জীবনে যতই,কষ্ট'ই আসুক,স্রষ্টার
            হুকুম হবে,পালন।

হঠাৎ করে,চুপসে যাওয়া,সমাজের চোখে
               কাজটা মঙ্গল,
ভালো কাজ করিলে,লোকে বলিবে মুখে
             ক্ষেত,আর জঙ্গল।