যাহা সেবনে,লোকের মাথা
সহজে হয় নষ্ট,
তাহা চিনতে,জগতে কারো
হয়না কভু কষ্ট।
হয়তো কেউ,সিদ্ধি বলে
অনেকে বলে গাঁজা,
নেশা সেবনে,সমাজ হয় নষ্ট
দিতেই হবে তাদের,সাঁজা!
কেউ করে তামাক সেবন
কেউ'বা টানে বিঁড়ি,
ভাব খানা দেখে,মনে হয় যেনো,
পেয়ে গেছে সে,জান্নাতের ঐ সিঁড়ি!
লোক অরণ্যে,সমাজিক,বরণ্যে
অনেকেই হচ্ছে বদ,
বাংলা পানি খেয়ে মাতলামি করলে
আমরাই বলি,
বুঝি,খেয়েছে শালা মদ?
নিত্যদিনে,নিত্যনতুন,অসাধ্য কবলে
হচ্ছে নেশার বিস্তার,
গ্রামে বা গঞ্জে,শহর বা লোকালয়ে
জন্মালে,সন্ত্রাসবাদ
পাবো না মোরা নিস্তার।
এখনই সময় রুখতে হবে
সাহসী হুঙ্কারে,
রুখতেই হবে তাদের,
আসাধু,চক্রে,কার্যকালাপে,আমরা
নেশাখোর বলি,যাদের!