চারদিক অন্ধকার,বিষণ্ণ মনন
ভাবছে বসে একা,
সতত আরাধনায়,জীবনের গতি
পাবে কি,আলোর দেখা ?
সেই আলো,যার পরশে,দীপ্তিময়
জীবন হবে ধন্য,
মানুষের মতো মানুষ হয়ে,মহৎ কর্মে
লোক সমাজে গণ্য।
ধৈর্য,ত্যাগ,তিতিক্ষার পরেই আসে
সফলতার গন্ধ,
তার আগে,সমাজের চোখে তুমি হবে
খারাপ,কিংবা,মন্দ!
ধৈর্য,ত্যাগ,তিতিক্ষার পরেই আসে
সফলতার গন্ধ।
মানুষের মতো মানুষ হতে,ইচ্ছে লাগে
আরও,প্রভুর শক্তি,
পবিত্র মননে,তাইতো করি শুধু
প্রভু,তোমার ভক্তি।