মালিক,তোমার হুকুমে কলম চলে
সবি তোমার মর্জি,
কঠিন মসিবতে আছি,জগত সংসারে
তুমি পূর্ণ করু, আমার এই আর্জি।
সহজ,সরল পথ দেখাও বিশ্বাসে
ভরপুর, মালা গাঁথা,
একমাত্র তুমিই আমার মালিক
তুমিই হুকুম দাতা।
তুমি চাইলে উঠে যাবে এই লেখা
উঠে যাবে কবির ছন্দ,
তুমি ছাড়া মালিক, আমি কবির
সকল রাস্তায় বন্ধ।

মালিক,তোমার হুকুমের কবি আমি
পূর্ণতা দাও,আমারে।