ডানা বিহীন পরীর মত দেখিতে তোমার মুখ
টানা টানা যুগল বাঁধা
তোমার দুটি চোখ।
সেই রূপের ঝলক দেখিয়া
আমি,পুড়ে হলেম ছাই,
ভালবাসার জন্য আজও
ধৈর্য ধরে যাই।
ধৈর্য আমার নিত্য সংঙ্গী
সে তো কষ্ট দিয়ে ঢাকা,
আমার মস্তিষ্কে কেবলি তোমারি কাব্য
যা হৃদয় তুলিতে আঁকা।
আমার ভালবাসার প্রতিচ্ছবি
জানি তোমারি নৈকট্যে নাই,
জগতে বেঁচে থেকেও মরি আমি
রোজ দেখিতে পাই।
তুমি আমার জীবন মরণ
সকল সুখেরি আশা,
জানি,খোদার রহম থাকলে তবেই
জাগবে ভালবাসা।
জগৎ স্রমাজ্ঞে অফুরন্ত ধন
নাহি আমি চাই,
খোদা, তোমারি কাছে একটি আশা
থাকেই যেন পাই।
আমি অধম,তোমারি কাছে খোদা
বার বার চেয়ে যাবো,
আমারি মনে বিশ্বাস আছে
একদিন না একদিন,তারেই আমি পাবো।