মাঝে,মাঝে খুবই,জানতে ইচ্ছে করে
যে,তুমি আমাকে ভালোবাসো
নাকি ঘৃণা করো?
একই ছাদের নিচে,দু'জনের বসবাস
এক বালিশে,দু'জনের মাথা গুঁজে ঠাঁই
তারপরও কেনো,
তোমাকে দেখে মনে হয়?
ঠিক,যেনো ভালোবাসা নাই
সারাক্ষণ,তোমাকে ঘিরে থাকি
একটু চোখের আড়াল হলে,পাগলের মতো
তোমার নামটি ধরে ডাকি!
সাথে,সাথে তুমিও দাও সাড়া
তারপরও কেনো,তোমাকে দেখে মনে হয়
ঠিকঠাক,ভালোবাসা নাই!
অথচ,এক বালিশে দু'জনের
মাথা গুঁজে ঠাঁই।
মাঝে,মাঝে,খুবই জানতে ইচ্ছে করে
তুমি আমার সাথে
নাটক করছো না তো?
মন কেনো মানে না?
বুকের মাঝে তোমাকে হারানোর ঝড়
ওগো আমার প্রিয়তমা,দোহাই লাগে
কখনো,হইয়ো না স্বার্থপর।
তুমি আমার এক নদী সুখ
তোমার জোছনার মতো হাসি!
আল্লাহর কসম খেয়ে বলছি,প্রিয়তমা
তোমায় অনেক ভালোবাসি।