মাওলা চাইলেই,আমি পেয়ে যাবো
চিরধার্য,এক মুক্তি,
যে যাই বলুক,
এ বিষয়ে,হবেনা কোনো,হবে না
গ্রহনযোগ্য,কোনো যুক্তি।
যুক্তি দিলেই কি,মিলে মুক্তি?
তিনি মালিক,তিনি বাদশা,তিনিই
মোদের,একক প্রভু,
এ বিষয়ে হবেনা যুক্তি,মিলবে মুক্তি
বিশ্বাসে,অটুট হলেই কভু।
সত্য,স্বচ্ছ কাঁচের মতন,পরিষ্কার
ন্যায়,নিষ্ঠা,জীবন চলার গতি
এর বাহিরে,যেই চলিবে,তাহার হবে
ভয়ঙ্কর সব ক্ষতি!
পবিত্র,মননে,সাধনা করিতে হয়
ভুল করা যাবে না,
ভুলের মাশুল দিতেই হয়,জগতে
তাছাড়া মুক্তি,পাবে না!
বিশ্বাসে আমি,চিরন্তন সত্য,
জগতে,অনেক মুক্তিই,পেয়েছি!