তুমি কেমন আছো,গভীর রাতের বিছানায়
আমি বহুদিন হল,তোমাকে দেখিনা?
ভবঘুরে,ছন্নছাড়া,তোমায় মনে পড়ে শুধু
স্কুলের মাঠ,পুকুরের ঘাট,এখন স্মৃতি।
তুমি অনায়াসে পাল্টে গেছো,আচমকা
তাহলে কি তুমি অভিমানী নবাগত ফুল
তোমাকে স্বপ্ন ভেবেই,করেছি আমি ভুল!
তুমি কেমন আছো,বাস্তব জীবন নগরীতে
হয়ে দুর্ধষ খুনী, নাকি সাহসী এক যোদ্ধা
অনুভূতি নিয়ে,আমি ঘুম ভাঙ্গা এক পাখি
তোমার হাসির শুভ্রতা,আজ মনে নেই
কাঠফাটা রোদ্দুরে,ঘাম জড়ানো দুপুরে।
তোমার সন্দেহ ছিলো, আমাকে নিয়ে
বলোনি ত আগে,তুমি আমাকে কোনদিন?
ভালবাসার অগ্নিকুণ্ডে,দাহ হলাম আমি
নিজের মুখের দিকে থাকাতে আর পারিনা
থাকালেই,মুখে বিরহ চলে আসে অদ্য,
আমি খুঁজেছি,বহুবার, বহু জায়গায়
তোমায় সেই ছায়া,তোমার সেই মায়া
মুক্তির অহর্নিশি ডাকে,ভালোবাসার নীলপদ্ম।