স্রষ্টা চাইলেই,হয়ে যায় সব
কুন পায়া কুন,
আমি স্রষ্টার চিরধার্য,গোলাম
আমার,
নেই কোনো গুণ!
আমি পাপী,আমি উন্মাদ,
আমিই করি ভুল,
অদৃশ্য কিছু আত্মার কবলে
হারায় আমি কূল।

স্রষ্টা চাইলেই,পেয়ে যায় আমি
অবিশ্বাস্য ঘটনা,
না চাওয়াতে ও পেয়ে যায় আমি
যতই ঘটুক রটনা!

স্রষ্টা চাইলেই,পেয়ে যাবো আমি
যুগের পর যুগ,
যা কিছু আছে,ধরার এই বুকে
হউক না ভয়ঙ্কর রোগ।

স্রষ্টা চাইলেই,হয়ে যায় সব
তেতু থেকে মিষ্টি,
স্রষ্টার প্রেমে ডুবে থাকতে চাই
পেয়ে উনার দৃষ্টি।

স্রষ্টা চাইলেই,হয়ে যায় সব
কুন পায়া কুন,
আমি স্রষ্টার চিরধার্য,গোলাম
আমার,নেই কোনো গুণ!