বিশ্বাস করি,প্রভু চাইলে,সবি হবে
প্রভু,আমার শক্তি,
জীবনে,ভালো,খারাপ,সবি ঘটিবে
তবু,করিবো ভক্তি!
বিশ্বাসে রত্ন মিলে,অবিশ্বাসে ক্ষতি
স্রষ্টা আমার,গায়েব,
স্রষ্টা ছাড়া,মোদের,নেই কোনো গতি
তুমি যতই হও,সাহেব!
তিনি সর্বশক্তিমান,তিনিই,চির'মহান
তিনিই ছিলো,থাকবে,
আমাদের কর্ম অনুযায়ী,চিরধার্য
নিজস্ব,অবস্থানে রাখবে!
আমরা রঙের দুনিয়ায়,রঙের ফানুস
যতই উড়াই রঙ্গে,
আমাদের কর্ম অনুযায়ী,আমলনামা
যাবে ফুরাই,সঙ্গে।
কর্ম অনুযায়ী হবে ফল,বাঁচতে চাইলে
মোরা,কর্ম করি ভালো
মৃত্যুর পর,নহেৎ মোদের,ঠিকানা হবে
ভয়াল,অন্ধকার,কালো!