কোনদিন,তোমাকে পাবো না জেনেও
হাল না ছাড়া এই আমি,
কখনো হয়েছি ক্লান্ত,কখনো হয়েছি শান্ত
তবু হাল ছাড়তে শিখিনি!
নিজেই নিজের ছায়া দেখে,আচমকাই  
কখনো চমকে ওঠি আমি।
অপলক দৃষ্টি মেলে তোমাকে দেখেছি
যতদুর তোমাকে দেখা গেছে, দেখেছি
বাজারের গলি ধরে খোলা রাস্তার পর।
অপলক দৃষ্টি মেলে তোমাকে দেখেছি
যতদুর তোমাকে দেখা গেছে, দেখেছি
তবু হাল ছাড়তে শিখিনি আমি !
ভালবাসলেই যে কাউকে পেতে হবে
থাকে নিয়ে ঘর সংসার করতে হবে
তা কি কোথাও লেখা আছে ?
ভালবাসলে প্রিয় কাউকে হারাতে হয়
ভুলে থাকার জন্য,নাটক করিতে  হয়
তা কিন্তু,লেখা আছে ইতিহাসের পাতায়!
আজকাল,তোমার আর আমার মাঝে
সামাজিক কাঁটাতারের দূরত্ব  
নিঃসঙ্গতা রেখে দু"জনের গন্তব্য দু'দিকে
ভয়ের কাফনে"জড়িয়ে রাখিনা,আমাকে  
চারপাশটা,
অন্ধকার,হারিয়েছি তোমাকে
কখনো হয়েছি ক্লান্ত,কখনো হয়েছি শান্ত
তবু হাল ছাড়তে শিখিনি আমি !
আজকাল,তোমার আর আমার মাঝে
সামাজিক কাঁটাতারের দূরত্ব।