যে আত্মার দেহ,ভয়কে
জয় করিতে পারেনা,
সে আর যাই হউক
অন্তত সে মানুষ না!
মানুষ পারে ভয়কে
সহজে জয় করিতে
বিরহ ব্যথা উপেক্ষা করে
নব-জীবন গড়িতে।
যে আত্মার দেহ,অন্ধকারে
চলিতে পারে একা,
শয়তান ও ভয়ে,সামনে
দেয় না থাকে,দেখা!
মোরা মানুষ,সৃষ্টির সেরা
স্রষ্টাতে রাখি বিশ্বাস,
কখন জানি
সামনে,যমদূত এসে
কেড়ে নেয়,নিঃস্বাস।