অই দেখো সমাজমুখি রাস্তা, তার কূল ঘেষে গড়ে ওঠেছে
দু অংশে ভাগ করা, দুটি জনপদ,
একটি অংশে ভয়াবহ বিপদ
আর অন্য অংশে গড়ে ওঠা নিঃসন্ধে নিরাপদ।
আজ সমাজ বিস্তার লাভ করছে মিথ্যের শিখানো বিদ্যায়,
আর গ্রাস করিতে চায় সত্যের ভরপুর শ্রদ্ধাকে।
ঐশ্বর্যশালীর প্রভাবে জালীমেরা হচ্ছে রাজা
দু মুঠো ভাতের জন্য,ও দু বিঘার জমির জন্য,
সৎ নিষ্ঠাবান, আদর্শে গড়া জনতা হচ্ছে
বিশ্বের লাঞ্ছিত, বঞ্চিত প্রজা।
আজ শিক্ষার বিস্তারে ঢুকেছে রাজনিতী
গরীব মেধা,ছাত্রদের দেখানো হচ্ছে ভয়ভীতি,
আরো ক্যাম্পাসে ক্যাম্পাসে ঘটে হানাহানি
মিডিয়ার কারণে হয় তা জানাজানি।
পরিশেষে অধ্যক্ষেরা করে বসে কানাকানি
এ যদি হয় বিশ্ব গড়ার শিক্ষা,
তবে সাধারণ জনতার করিতে হবে ভিক্ষা।
আজ টাকার কোন্দলে হচ্ছে খুন,
গরীবের মুখে মেরে চূন,
আর সূধীজনেরা সমাজে রয়েছে
উচ্চতায়এগিয়ে একাংশে বহুগুণ।
আজ বিধাতাকে ছাড়িয়ে, শয়তানি বাড়িয়ে
মানুষ নিজেরাই বানাচ্ছে ধর্ম,
পাপাচারী সাধনে,অস্থায়ী বাধনে
করে যাচ্ছে শয়তানি কর্ম।
আজ বিবেকে তালা মেরে,মাদকে থাকে পড়ে
মানুষ মানুষকে করে নষ্ট,
এই দেখে, লেখে লেখে বাংলায় পরে থেকে
পায় আমি কষ্ট।
সমাজের আহাজারি, মানুষের বাড়াবাড়ি
হউক না এবার বন্ধ,
সমাজে আছি মোরা,শান্তিতে কপাল পূড়া
ঐক্যবদ্ধ নেই আজ, আছে শুধু দন্ধ।
হউক না এবার মানুষের বাড়াবাড়িটা বন্ধ।