আমি অনেক সময় পেয়েছি,তা নষ্ট করেছি
আজও সেই সময়ের মুল্য দিতে পারিনি
জানি না আর কতটুকু সময় পাবো আমি
হারিয়ে যাওয়া সেই সময়ে আমি
অনেক কিছু হারিয়েছি,পেয়েছি খুবই অল্প
সময়ের সাথে সাথে হারিয়ে গেছে
আমার ভালোবাসার সেই গল্প।
আমার চাওয়ার মানুষটাকে হারিয়েছি
যার দিকে আমার দু-হাত বাড়িয়েছি
আমার আকাশচুম্বী স্বপ্ন তা-ও হয়নি পূরণ
সময়ের সাথে সাথে পাল্টেছে,চলার ধরন।
সময় আমাকে শিখিয়েছে,ধৈর্য ধরতে
সময় আমাকে শিখিয়েছে,একলা লড়তে।
সময় আমাকে দিয়েছে শিক্ষা,
পিছনের মানুষ যতই দিয়ে যাক দিক্ষা।
আগামী সময়ে আমাকে লড়তেই হবে
আরও কঠিন হতে কঠোর সপ্ত
স্রষ্টার নির্দেশে হয়তো পেতে ও পারি
অর্জিত সফলতার সেই গুপ্ত
সময়,সে-তো আমার,হারিয়ে যাওয়া ধন।