ধ্যানে আর জ্ঞানে,ভেবে যায় একটা
বাস্তব,প্রেক্ষিতে,ঘটে যায় অন্য,
পাপ আর পূর্ণের মাঝখানে,দাঁড়িয়ে
জানিনা,কোনটাতে হবো গণ্য।
চিন্তাক্লিষ্ট,মস্তিষ্ক ঘর্ষণের ফলে,তীব্র
আবেগী ঢেউয়ে,মনটা হয় চুরি,
আমরা মানব,ভালোবাসার কাঙ্গাল
প্রেম সন্ধানে যাই,পাতাল পুরী।
বাস্তবতা আর আবেগের মাঝখানে
আমাদের,অনন্য এক বিচরণ,
ভালোবাসার নামে,স্বার্থ হাসিলে,কেউ
করে যায়,বহুরূপী,সব আচরণ।
ভাগ্যের লিখনি,না,নিজের কর্মফল
পবিত্র গাত্রে,পাপের লাগায় বাতাস,
পাপী ও মানি না,পূর্ণবান ও বুঝিনা
তাইতো,মন তালাশে,হচ্ছি শুধু হতাশ।
ধ্যানে আর জ্ঞানে,ভেবে যায় একটা
বাস্তব,প্রেক্ষিতে,ঘটে যায় অন্য!