কি অসহ্য যন্ত্রনা,তাড়া করে যাচ্ছে
আমার এই মন,
আমার কাছে তা কষ্টসাধ্য
পরিক্ষায়,সেই গুরুজন!
তিনি মালিক,তিনি রহমান
তিনি আমার প্রভু,
ধৈর্যের সাথে আছে,স্বস্তি
মিছে নাহি কভু!
তিনি মালিক,তিনি রহমান
তিনি আমার প্রভু।
তিনি যা জানেন,আমরা তা
আগ থেকেই জানি না,
উনার হুকুমেই,সবকিছু ঘটে
কেনো,আমরা তা মানি না?
তিনি যা জানেন,আমরা তা
আগ থেকেই জানি না!
এই মন সবি বুঝে,তবু কেনো
শুধু,ধুক্ ধুক্ করে?
যেমন শীতের শেষে বৃক্ষ হতে
শুকনো পাতা ঝরে
তেমনি,এই মন শুধু,ধুক্ ধুক্ করে।