বা"পাশের পাঁজর হতে প্রাণের সঞ্চার
           নিতান্তই জেগে ওঠে,
    বুকের গভীরে হার পাশা খেলা!    
জন্ম নেয় ভালোবাসা জনিত,এক রোগ।
      আসে বসন্ত,ডাকে কোকিল
   ভালো লাগে ফুল,সাগরের কূল
               রূদ্ধশ্বাসে,
  সবুজের ফ্রেমে বাঁধা,দিগন্তের প্রেম।
  বাতাসে উড়ানো মেয়ের লাল শাড়ি
   রূদ্ধ পল্লবে,বন্দিলাম নিজ আঁখি
কাহারো ছায়া দেখি,মম হেঁটে হেঁটে চলে
   পিছুটানে শুধু,আমাকেই ডাকে!
বা"পাশের পাঁজর হতে প্রাণের সঞ্চার
           নিতান্তই জেগে ওঠে,
আমি হারিয়ে যায় তখন,প্রেমের নেশায়
               মত্ত্ব নেশায়,
        ফুলপরীর ভালবাসায়।