কালোর রাজ্যে,আলোর ঝলক
কেমনে আশা করি?
নব আঙ্গিকে,এসো,ছাত্র সমাজ
দেশটা আবার গড়ি!
চোখে মুখে বাঁধো,কালো পট্টি
উড়াও বিজয় কেতন,
চেতনা হলো আস্থার প্রতীক
লাগে না কোনো বেতন।
এসো নবীন,প্রবীন,গর্জে ওঠো
হুংকারে,হাতে লয়ে লাঠি,
জানো,জালিম পালাবে,বাধ্য হয়ে?
হাতে লয়ে,ভিক্ষার বাটি।
যুদ্ধ করে বাঁচতে হবে,লড়তে হবে
রাজপথে,সংঙ্গবদ্ধ,সবাই,
যদিও ধরে,ধরে,জালিম করে
আমাদেরকে জবাই।
তবু,তোমায়,আমায় লড়তে হবে
জয়ের লক্ষ্যে,
আজ নহে কাল মরতেই হবে
জানি নেই রক্ষে।
এসো নবীন,প্রবীন,গর্জে ওঠো
হুংকারে,হাতে লয়ে লাঠি,
জানো,জালিম পালাবে,বাধ্য হয়ে?
হাতে লয়ে,ভিক্ষার বাটি।