একটি বছর,বহু প্রতিক্ষার পর
মানবের দুয়ারে আসে
কাঙ্ক্ষিত সেই মাহে রমজান নিয়ে।
প্রতিবছর না জানা কত মানুষ
পৃথিবী হতে চির বিদায় নেয়
সময় মানুষের বিপক্ষে দাঁড়াবে
এটাই স্বাভাবিক
তবু মানুষ আশায় বুক বাঁধে
নতুন একটি বছরের অপেক্ষায়।
রহমত,বরকত,মাগফিরাত নিয়েই
মাহে রমজানের চির প্রাপ্তি
একদিন,আমাকেও বিদায় নিতে হবে
জানি না,সেইদিনক্ষনের কথা
আমি আশা রাখি অনেক বড়
স্রষ্টার তরে পবিত্রতার বিশ্বাস নিয়ে।
মাহে রমজান আসবে যাবে
ঠিক তেমনি,
আমাকেও একদিন চলে যেতে হবে
ধরত্রীর সব মায়া ত্যাগ করে।