ভুলের মাঝে ফুল খুঁজলে
কাঁটার আঘাত পাবে,
তুমি,সত্য লয়ে পথ চললে
আঁধার কেটে যাবে।
মিথ্যে প্রেমের মায়ায় পরে
হচ্ছে অনেক লাশ,
আসল প্রেমের মূল্যবোধ
ক'জন করে তালাশ?
ভবে হার জিতের লড়াইয়ে
আমরা মেতে থাকি,
বেলাশেষে,ঠিক যাচ্ছে সময়
ষৌল আনাই ফাঁকি।
আমার ভুল আমার কাছে
তোমারটা হলো কেনো?
যজ্ঞ সাজিয়ে পবিত্র মানব
নেই আর যেনো!