ছন্দের তালে,তালে,অক্ষর হতে,শব্দ গাঁথুনির
          কোনো,ক্ষমতা নেই আমার,
বিশ্বাস করি,আমি তাই লিখি,যা হুকুমে আসে
               আমার উপর,স্রষ্টার।
আমি সৃষ্টি,তিনি স্রষ্টা,তিনিই আমার মালিক
              আমি উনার গোলাম,
কঠোর হতে,কঠিন মসিবতে,পরিক্ষা স্বরূপ
            কতনা,উনাকে পেলাম!
নম্রতা,ভদ্রতা,স্রষ্টার দেওয়া,এক মহৎ গুণ
             আমরা হলাম পাপী,
স্রষ্টার উপর বিশ্বাস করি,তওবার মাধ্যমে
           হতে পারি,অনুতাপী!
নম্রতা,ভদ্রতা,স্রষ্টার দেওয়া,এক মহৎ গুণ
             আমরা হলাম পাপী।

মানবিক কাজে,যে প্রতিয়মান,সুপ্ত ভাঁজে
           নিজেকে মুখিয়ে রাখে,
সমাজে,ভালো কাজের দৃশ্যমানে,ফুটন্ত
         সেই,স্রষ্টার সৃষ্টি'ই থাকে।