* আমি চাইলে হাসি নির্দ্বিধায়
মেয়ে তুমি বললে কি হাসতে?
নাকি বলেছো বিষাদ সাগরে
আমাকে অনায়াসে ভাসতে।
আমি না চাইলে ও কাঁদি
বুকের পাজরে পাথর বাধি!
মেয়ে কলঙ্ক হবে না কো আমার
উপমা হবে গো উপমা,
যদি নববধূর আচলে,চোখের জলে
মোর হৃদয়টুকু বাধি।
কসম,
আমি পাইলে ও স্পর্শ করিবো না তোমায়
ভেবো না যৌবন গিয়েছে হারাই,
মেয়ে তোমাকে ছাড়া একলা হেটেছি দিবসে
আরো হাটিবো এই নিশিতে
তোমার ভালবাসা ছাড়াই।
মেয়ে ভালবাসিতে মৌন লাগে
আর ফাঁসিতে লাগে আবেগ,
কুকুর বিড়ালের মতন আর লাথি খাবি না
একথাটা বলছে মোরে বিবেক।
তাই তোমাকে আশির্বাদ করে যাই
মেয়ে অনভ্যস্ত,নিরস্ত্র লোককে পেয়ে
অনুরোধ,
আমার মত আর কাউকে কোনদিন
তুমি মেরো না "কো" ধাপ্পি,
মেয়ে তোমার মুখে স্পষ্ট ভাসে
ঈর্ষা প্রাচুর্যে জল্লাদের প্রতিছবি
মেয়ে একটু স্তম্ভিত কিংবা হতবাক হয়োনা
আমার এ কথাটা শুনে,
বলছি তোমার প্রেমে অন্তর পুড়া
আমি জে.এইচ রপ্পি।