চিরন্তন সত্য,ও মহা বাস্তবিক কথন,এই যে
পৃথিবীর কাহারো সাধ্য নেই,
স্রষ্টার,বিধিমালার,বাহিরে গিয়ে
কোনো প্রকার,কর্ম সাধন করা!
এই যে আমি ভাবছি,বসে,বসে,লিখছি
তাহা,স্রষ্টার হুকুমে,চির'ধার্য হয়ে
আমার মস্তিষ্কের,প্রভাবে,পাওয়া,
তাইতো,উনার বিধিনিষেধ মেনেই
সহজ,সরল,সেই
পবিত্র,পথের দিকেই যাওয়া।


আমি সৃষ্টি,তিনি স্রষ্টা,
স্রষ্টার ইচ্ছায়,স্রষ্টার হুকুমে
জ্ঞানের পরিসীমা দিয়ে,
তাইতো,উনাকে জানা,আমি উনার কাঙ্গাল!
আমি স্রষ্টার,শ্রেষ্ঠ সৃষ্টি হয়েই
বিচরণ করে যাচ্ছি,ভবে
ত্যাগ,তিতিক্ষায়,স্রষ্টার গর্বিত এক,বাঙ্গাল।
স্রষ্টার ইচ্ছায়,স্রষ্টার হুকুমে
জ্ঞানের পরিসীমা দিয়ে,
তাইতো,উনাকে জানা,আমি উনার কাঙ্গাল!