মালিক,আপনার তরে,বলছি কথা
আপনি,হয়ে যান রাজি,
মালিক আপনি চাইলে,
আমার এই ক্ষুদ্র জীবন
খুব সহজেই,ধরতে পারি
আমি,ধরতে পারি,বাজি।
তিনি বললেন,সৃষ্টি তুমি,শ্রেষ্ট তুমি
শ্রেষ্টত্বের দানে,আমি করেছি গণ্য,
সুখে,দুখে,কঠিন মসিবতে
ধৈর্য ধারণে,হবে তুমি ধন্য,
সৃষ্টি তুমি,শ্রেষ্ট তুমি,শ্রেষ্টত্বের দানে
আমি করেছি গণ্য!
আমি বললাম যা হুকুম আপনার
মালিক আপনি দয়ার সাগর
আপনার অসীম শক্তি,
তাইতো চোখের দেখা,না দেখেও
আমি,আপনাকে করি ভক্তি,
আপনি ছাড়া,আমার এই জগতে
নেইকো,কোনো শক্তি।
মালিক আপনি চাইলে,
আমি পেতে পারি,খুব সহজেই পারি
গুছিয়ে নিতে সব,
ত্রি-ভূবনে,আপনিই বাদশা
একমাত্র,আপনিই আমার রব!
মালিক,মূর্খ আমি,আপনার তরে
হয়তো,লোকের কাছে সাধক,
আপনার হুকুমে চিরধার্য,
ছেড়েছি আমি পাপ,দুরাচার,
আরও অনেক মাদক।
তিনি বললেন,
মানব কল্যাণে,লেগেই থাকো,
পাওয়ার আশায় না,
হয়তো তুমি,আমার,সান্নিধ্য পাবে
আমি কাউকে,মিথ্যায় ডুবাই না!
মালিক,আমি জানি,খুব করে মানি
আপনিই করেন দান,
আপনার কাছে একটাই চাওয়া
আমার,রাখেন মান।