আমাদের প্রেম যেনো,অমর হয়ে থাকে
যুগে যুগে পাশাপাশি,বিধাতা যেনো রাখে
একসাথে পথচলা,হয় যেনো একসাথে বাঁচা
সুখে দুঃখে এ বাঁধন,
পূর্ণতা পাক,প্রেম বন্দী খাঁচা
আত্মার সংমিশ্রণে,
হয় যেনো,এক সুতোয় বাঁধা
আমাদের প্রেমে সবসময়,থাকে গোলকধাঁধা।
পাখি উড়ে চলে যায়,এভাবে দিন হয় গত
স্মৃতিরাও কথা বলে,
ভালবেসে,হতে হয় নত!
ফুস করে ওঠে তব,প্রেমিকার বিষে ভরা মন
এভাবেই,দিন কাটে আমাদের
নিশি নিরাজন,
মেঘের আড়াল করে সূর্য,যেমন করে হাসে
হঠাৎ করেই,
সে আমাকে,তেমন ভালবাসে!
ভুলে যাই সবকিছু,আমি আবার ভালবাসি
নতুন করে দেখতে পায়,তার মুখের হাসি।
ভালবাসার জয় হউক,জয় হউক প্রভুর
ধৈর্যের সীমারেখায়,
আমি থাকি সবুর।
শেষ ভালো যার,সব ভালো তার
মানুষের মত মানুষ হয়ে,যেতে চাই ওপারে
আমি আর সে যেনো,দেখা পায় পরপারে।