পুরুষত্ব বলতে আমরা কি বুঝে থাকি?
ধর্ষক,লম্পট,বদমেজাজদের
আসলে পুরুষ বলতে আমরা বুঝে থাকি
দায়িত্বশীল বাবা,ভাই,স্বামীদের!
নারীত্ব বলতে আমরা কি বুঝে থাকি?
অবাধ্য,অসামাজিক,অশালীন নারীদের
না,আমরা নারী বলতে বুঝে থাকি
মা,বোন,ও ঘরের বউদের।
একজন আদর্শ পুরুষ,কখনোই
ধর্ষকের মতো অপবাদের বুঝা
তাহার ঘাড়ের উপর তুলে নিবে না!
একজন আদর্শ পুরুষের কাজ কর্ম
মহৎ,মানবিক,ও উদার চরিত্রের হয়।
আর একজন আদর্শ নারী কখনোই
অশ্লিল ও বেহায়াপনার মতো
কাজ করতে পারে না সহজেই
একজন আদর্শ নারী,পর্দার
আড়ালে থেকেও বিশ্বজয় করতে পারে।
প্রকৃত অর্থে সফল ও আদর্শ মানুষ তারা
নিজেদের চরিত্র ঠিক রেখে
সততার সাথে কাজ করে,এগিয়ে যায় যারা।